ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে বিজয়ীদের দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন
মোহাম্মদ কামাল উদ্দিন দোয়ারা সুনামগঞ্জ থেকে :
ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে বিজয়ীদের দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন ও শুভেচ্ছা।
শনিবার (২৯ নভেম্বর ২০২৫) অনুষ্ঠিত ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন বেশ কয়েকজন সম্মানিত শিক্ষক। তাদের নির্বাচিত হওয়ায় দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।
নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন গোবিন্দগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আতাউর রহমান।
সিনিয়র সহ-সভাপতি পদে ছাতক ইউনিয়ন এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ দুদু মিয়া।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সাজিদুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন একতা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ মনছুর আহমদ।
বিজয়ীদের প্রতি অভিনন্দন জানিয়ে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন।
এছাড়া আরও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম (বামাশিকফো) দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল হক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন।
বিজয়ীদের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
Reviewed by প্রান্তিক জনপদ
on
11/29/2025 11:24:00 PM
Rating:




No comments: